শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ বেগম রোকেয়া দিবস ২০২৫ অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
৯ ডিসেম্বর শেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই , ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস উদযাপিত হলো। সে উপলক্ষে সকাল ১০ টা ১৫ মিনিটে শেরপুর শহরের থানার মোট চত্বরে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়,।সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ ঘটিকায় অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয় শিল্পকলা একাডেমিতে। উক্ত অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, শেরপুর জেলার মহীয়সী নারী মাদার তেরেসা খ্যাত বিশিষ্ট নারীবান্ধব, পরিবেশবান্ধব , বিশিষ্ট সমাজ সেবিকা ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার পরিচালক ও পৌর প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, বিশিষ্ট রাজনীতিবিদ চেম্বার অব কমার্সের নেতা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আউয়াল চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন এনসিপি শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুল , আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।

শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ একত্রে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্নীতির বিরুদ্ধে তরুণদের একতা গড়বে আগামীর বিশুদ্ধতা, আয়োজনে ছিলেন জেলা প্রশাসন, শেরপুর।

সহযোগিতায় ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শেরপুর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর।

অদম্য নারী পুরস্কার কার্যকর্মের আওতায় পাঁচ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য ১০ জন নারীদের সম্মান প্রদান করা হয়। তার মধ্যে ৫ জন জেলা পর্যায়ে - অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী লাভলী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উম্মে রকিবা জাহান, সফল জননী নারী মানছুরা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী নাসরিন বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোসাম্মৎ রশিদা ইয়াসমিন। উপজেলা পর্যায়ে পাঁচজন হচ্ছে - অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পপি রানী দে,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মিত্রাণী হাজং, সফল জননী নারী রৌসন আরা,নির্যাতন দুস স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শুকরিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোসাম্মৎ রশিদা ইয়াসমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)