জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ এবং হত্যার সুষ্ঠু বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক ও শেরপুর সদর আসনের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন, বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোঃ মামুনুর রহমান মামুন, শেরপুর মডেল গার্লস কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিবলু, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহনূর রহমান সাঈমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা এবং এর পেছনে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এখনো খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ওসমান হাদী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, তিনি ছিলেন সর্বদলীয় আন্দোলনের একজন সাহসী কর্মী। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রাম ভবিষ্যতেও ছাত্র-জনতাকে অনুপ্রাণিত করবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা বলেন, বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন