সীমান্ত ও পাহাড়ি শেরপুরে বড়দিন-২০২৫: ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ||
সীমান্ত ও পাহাড়ঘেরা শেরপুর জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতির প্রেক্ষাপটে আসন্ন সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘বড়দিন-২০২৫’ শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন, “শেরপুর একটি সীমান্ত ও পাহাড়ি জেলা হওয়ায় এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা তুলনামূলক বেশি। তাই বড়দিন উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
পরবর্তীতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিরা বড়দিন-২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তাঁদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত নিছিদ্র নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। একই সঙ্গে তিনি বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং বড়দিন উদযাপন কমিটির জন্য ‘করণীয় ও বর্জনীয়’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ এবং বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সভা শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)