নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—শেরপুরে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয় শেরপুর-এর আয়োজনে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে সংস্থার জেলা কার্যালয় শহরের নারায়নপুরে এ অনুষ্ঠান হয়।
প্রতি বছরের মতো এবারও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। নারীর প্রতি শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি প্রতিরোধে সর্বস্তরের সচেতনতা তৈরির লক্ষ্যএ আয়োজন করা হয়। ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর তথ্য অনুযায়ী অনলাইন সহিংসতা এখন নারীর নিরাপত্তার অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণেই এবারের প্রতিপাদ্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়েছে “Unite to End Digital Violence Against Women and Girls”—বাংলায় যার মর্মার্থ, নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফুন্নাহার রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবির এবং শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না। এছাড়া আলোচনা সভায় বেশ সংখ্যক মহিলারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঘরোয়া পরিবেশ থেকে শুরু করে কর্মক্ষেত্র ও ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ পরিস্থিতি মোকাবিলায় আইনি সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সভাটি সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, শেরপুর জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক আলী।
আয়োজনে ছিল জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, শেরপুর।
শেরপুরে অনুষ্ঠিত এই আলোচনা সভা নারী ও কন্যাদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজব্যাপী সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)