শেরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) রাতে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম (ঠান্ডু), যুগ্ম আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে, মহাদেব সাহা, সুজিত দাস (সুমন), শিপলু চন্দ্র চন্দ, রাজন চন্দ্র দাস, মিঠুন পাল, খোকন চন্দ্র দে, বিপুল চক্রবর্তী ও লিপু সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল অংশগ্রহণে প্রার্থনা ও পূজা অর্চনার মাধ্যমে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন