মহান বিজয় দিবসে শেরপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকালে শেরপুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট কাঁকন রেজা। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়নাসহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)