মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন (HIT Foundation) শেরপুর জেলা কমিটির উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে শেরপুর জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন হিট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিট ফাউন্ডেশন শেরপুর জেলা কমিটির সভাপতি সিনিয়র কর আইনজীবী মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনার, সহ-সভাপতি সাইফুল মানিক ও ফখরুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, গণমাধ্যম সম্পাদক সাংবাদিক সুলতান আহমেদ ময়না, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোসাঃ ফরিদা ইয়াসমিন, সহ দপ্তর সম্পাদক আবু রাশেদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ খায়রুল আউয়াল শামীম এবং সম্মানিত সদস্য মোঃ হযরত আলী।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানবাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মত্যাগ স্মরণ করাই এই দিনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন