জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুর পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন -জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক,অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) আসমা-উল-হুসনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বীরমুক্তিযোদ্ধা ও অতিথিবৃন্দ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন