শেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫ উপলক্ষে শেরপুর জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, সহায়তা বিতরণ ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি প্রতিবন্ধী-বান্ধব পরিবেশ গঠনে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা ও জেলা ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)