শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা এলাকার গভীর জঙ্গলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা পাহাড় এলাকায় প্রায় ৫০টি বন্য হাতির একটি পাল অবস্থান করছে। এ পালে অন্তত আটটি শাবক রয়েছে। সোমবার বিকেলে ফারুক হোসেন বন্য হাতি দেখতে ওই পাহাড়ি এলাকায় যান। একপর্যায়ে তিনি হাতির পালের খুব কাছাকাছি চলে গেলে একটি বন্য হাতি তাকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর শেরপুর জেলা শাখার সদস্যসচিব জাহিদুল হক মনির বলেন, “অনেকেই অতিরিক্ত উৎসাহে বনের ভেতরে গিয়ে বন্য হাতিকে বিরক্ত করেন। ভিডিও কনটেন্ট ও টিকটক রিলস তৈরির জন্য হাতির খুব কাছাকাছি যাওয়া হয়, যা হাতির জন্য মারাত্মক বিরক্তির কারণ। বারবার অনুরোধ করা সত্ত্বেও অনেকে এসব কাজ বন্ধ করছে না। এতে হাতি ক্ষিপ্ত হয়ে মানুষের ওপর আক্রমণ করতে পারে।”
বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, “শ্রীবরদীর সীমান্ত এলাকায় বর্তমানে প্রায় ৫০টি বন্য হাতির একটি পাল অবস্থান করছে। সোমবার বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।”
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, নিহত যুবকের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন