মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
আজ ১৬ ডিসেম্বর—রক্তস্নাত মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের এই দিনটি জাতির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশ মহান বিজয় দিবস উদযাপন করেছে।
দিবসটির সূচনা হয় ভোরে শেরপুরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা, ডিআইওয়ান শহিদুল ইসলাম, ডিবি অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান, আরওআই দুলাল আকন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)