নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নকলা উপজেলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কায়দা এলাকার বেগুনপট্রি মধ্যপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রেশমী ওই এলাকার দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর দুপুরের দিকে রেশমী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চারদিন পর শনিবার সকালে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
নকলা থানার পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)