শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেরপুর ডা. মুহাম্মদ শাহীন, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন