অবৈধ অস্ত্র উদ্ধারে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে শেরপুরে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলা যুবলীগের সদস্য মেজবাউল ইসলাম লিটন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে লিটনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের পর সোমবারই তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি সোহেল রানা আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।”
পুলিশের এই অভিযানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন