শেরপুরের চরপক্ষীমারীতে ব্রহ্মপুত্র নদে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণে প্রশাসনের নিষেধাজ্ঞা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নের কুলোর চর নয়াপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর ওপর স্থানীয় লোকজন সরকারকে না জানিয়ে নিজের উদ্যোগে রাস্তা নির্মাণের চেষ্টা করলে প্রশাসন তা বন্ধ করে দেয়। এলাকাবাসী সরকার কর্তৃক উত্তোলন করা বালু ব্যবহার করে নদীর ওপর অস্থায়ী রাস্তা বা বাঁধ তৈরির কাজ শুরু করেছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর জেলা সদর ইশতিয়াক মজনু ইসতি ভূমি কর্মকর্তা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যান এবং এ ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। তারা জানান, ব্রহ্মপুত্র নদ সরকারি সম্পত্তি এবং এ স্থানে ব্যক্তিগতভাবে কোনো নির্মাণকাজ করার অনুমতি নেই। নদী ও নদীর তীরবর্তী এলাকায় যেকোনো উন্নয়ন বা প্রতিরক্ষা কার্যক্রম কেবল সরকারিভাবে সম্পন্ন করা হয়।
ঘটনাস্থলে কেউ আটক বা জরিমানা করা না হলেও প্রশাসন স্থানীয়দের সতর্ক করে জানায় যে অনুমতি ছাড়া এ ধরনের সরকারি জায়গায় কোনো কাজ করলে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এনে স্থান ত্যাগ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)