৫ ডিসেম্বর শুক্রবার বিকালে শেরপুর জেলার লছমনপুর ইউনিয়নের জামতলীর লেমন গার্ডেন মাঠে নবজাগরণ তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো এলজেসিএল ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫–এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। সিজন–৫-এর এ ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরসিএল-এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিকুল ইসলাম মাসুদ। তরুণদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলা সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার শক্তি রাখে। পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও যুবসমাজের অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার; ফারাজিয়া আল-আরাবিয়া কওমী মাদরাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ মাওলানা তারিকুল ইসলাম; অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন দেলু।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রমবিভাগ সম্পাদক সুলতান আহমেদ ময়না; শেরপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা; শেরপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা; শেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম ও মোর্শেদ; শেরপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল খালেক; লছমনপুরের নাজিম উদ্দিন; জামতলীর মোখলেছুর রহমান, রাসেল আহমেদ, আরমান হোসাইন, শফিকুল আলম সোহাগ, রায়হান ইসলাম ও আল-আমিন হোসেন; নয়াপাড়ার রফিক মাস্টার ও সোয়াইব আহমেদ; লছমনপুরের পার্থ দেব; সিঙ্গাপুর প্রবাসী নূর হোসেন ও এরশাদ আলী প্রমুখ।
ফাইনাল ম্যাচে অংশ নেয় জুনিয়র একাদশ বনাম নবজাগরণ তরুণ একাদশ। ১২ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নবজাগরণ তরুণ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলকে এলইডি টেলিভিশন এবং রানার–আপ দলকে পুরস্কার হিসেবে মাল্টিমিডিয়া সাউন্ড বক্স প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হযরত আলী। অতিথিবৃন্দ বিজয়ী ও রানার–আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের আরো ভালো খেলার জন্য উৎসাহিত করেন।
আয়োজনে ছিলেন নবজাগরণ তরুণ সংঘ, লছমনপুর, জামতলী, শেরপুর। স্পনসর হিসেবে সহযোগিতা করেন টর্নেডো একাদশের টিম অনার সাখাওয়াত হোসেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন