শেরপুর সদর উপজেলার একটি মানুষও যেন শীতে কষ্ট না পায়”—সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মাহবুবা হকের মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“শেরপুর সদর উপজেলার একজন মানুষও যেন শীতে কষ্ট ভোগ না করেন—সেটাই আমার প্রত্যাশা। কার কম্বল দরকার, সেই খবরটুকু আপনারা আমাকে দিন, আমি নিজে পৌঁছে দিতে চাই।”
এভাবেই মানবিক ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শেরপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মাহবুবা হক এবং সঞ্চালনায় ছিলেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম এবং একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ।
সভায় ইউএনও মাহবুবা হক বলেন, শেরপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি আপনাদের সাথে আছি, থাকতে চাই। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ যেন অবহেলিত না থাকে, সেই লক্ষ্যেই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক এর আগে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)