তারুণ্যের উৎসবে শেরপুরে জেলা পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি ।।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় শেরপুর জেলায় অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু ও মোঃ জিন্নাত আলী। এছাড়া শেরপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি ও আব্দুল মান্নানসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক বিভাগে ১১টি দল এবং বালিকা বিভাগে ৪টি দল অংশগ্রহণ করে। বালক দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনুরণ এক্সক্লুসিভ স্কুলের মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ জিয়াম। রানারআপ হয় শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দেবরাজ চন্দ ও স্পর্শ সাহা প্রেম।
অন্যদিকে বালিকা দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তায়্যিবা তারান্নুম ঈশা ও দীপিকা দে। রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে মডেল গার্লস ইনস্টিটিউটের রাইয়াছিয়া ও সোনালী আক্তার।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণ সমাজ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ার প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)