সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।।শেরপুর জেলার শ্রীবরদী–ঝিনাইগাতী উপজেলার শেরপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল–এর একমাত্র সন্তান ইঞ্জিনিয়ার রাফিদুল হক (রাফিদ) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত রাফিদুল হক রাফিদ তার বাবার নির্বাচনী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেশে এসেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
১২ ডিসেম্বর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তার মা, বিশিষ্ট নারীবান্ধব সমাজকর্মী ফরিদা হক দীপা, একমাত্র বোন রুবাইদা হক রিমঝিমসহ আত্মীয়-স্বজনরা। এ সময় পরিবারের সদস্যদের আবেগঘন উপস্থিতি চোখে পড়ে।
রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিত রাফিদুল হক রাফিদ খুব শিগগিরই নির্বাচনী মাঠে সরাসরি সাধারণ মানুষের সামনে হাজির হবেন বলে জানা গেছে। শিক্ষিত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক চিন্তাধারার এই তরুণ নেতা শেরপুর-৩ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, রাফিদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে এবং তরুণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন