শেরপুর সদরে মহান বিজয় দিবস উপলক্ষে কোহাকান্দা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
১৬ই ডিসেম্বর ২০২৫ ইং মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর সদর কোহাকান্দা সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রায়হান রূপন, যুগ্ম আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, চেয়ারম্যান, ৫নং ধলায় ইউনিয়ন পরিষদ এবং সাবেক আহ্বায়ক, থানা যুবদল, শেরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শওকত হোসেন, সভাপতি, এডহক কমিটি, কোহাকান্দা সিরাজুল হক উচ্চ বিদ্যালয় এবং সাবেক সভাপতি, শেরপুর জেলা ছাত্রদল।
এছাড়াও অনুষ্ঠানে জেলা, থানা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)