বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।দিবসটি উপলক্ষে দিনের শুরুতে বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও ঐতিহাসিক কামালপুর রণাঙ্গন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব‌্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চবিদ‌্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানো হয়। এরপর পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসমা-উল-হুসনা। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‌্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আসমা-উল-হুসনার সভাপতিত্বে, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা হোসনে আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী ও বীর মুক্তিযোদ্ধা সাদা প্রমুখ। দিবসটি উদযাপনে বিকেল ৩টায় নূর মোহাম্মদ উচ্চবিদ‌্যালয় মাঠে মুক্তিযোদ্ধা একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম‌্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা প্রাঙ্গণে দিনব‌্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)