শেরপুরে জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত “ল’ কনফারেন্স অ্যান্ড অ্যানুয়াল ডিনার ২০২৫” গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইন পেশার সম্মান, পেশাগত সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মোহাম্মদ জহিরুল কবির ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) বিচাক মোহাম্মদ বাহাউদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামসহ জেলার বিচারক সহ বিজ্ঞ জেলা আদালতের জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম কোর্ট ইন্সপেক্টর জিয়াউর রহমান ও সিনিয়র-জুনিয়র আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আইন পেশার নানামুখী চ্যালেঞ্জ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আইন কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যকার পেশাগত সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন, এমন একটি আয়োজন শুধু সম্পর্ককে দৃঢ়ই করে না, বরং পেশাগত উন্নয়নেও বড় ভূমিকা রাখে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মজাদার লটারি প্রতিযোগিতা। সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দেওয়া এই পর্বে প্রধান পুরস্কার হিসেবে ছিল একটি ওয়াশিং মেশিন। সৌভাগ্যের অধিকারী হিসেবে প্রথম পুরস্কার জিতে নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি। বিজয় ঘোষণা মুহূর্তে উপস্থিত অতিথিদের করতালিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম. কে. মুরাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট সামিউল ইসলাম (আতাহার) উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইন পেশাজীবীদের নিয়ে এ ধরনের অর্থবহ আয়োজন অব্যাহত থাকবে।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, আনন্দ এবং পেশাগত বন্ধন দৃঢ় করার এক সফল সমাবেশ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন