২ ডিসেম্বর শেরপুর জেলায় একযোগে পাঁচ থানায় নতুন অফিসার ইন চার্জ (ওসি) নিয়োগের জন্য এবার অনুসরণ করা হয়েছে লটারির পদ্ধতি। ময়মনসিংহ রেঞ্জের আওতায় জেলা পুলিশ প্রথমবারের মতো এই পদ্ধতি চালু করেছে, যা স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিচ্ছে।
লটারির মাধ্যমে নির্বাচিত পাঁচ কর্মকর্তা নিম্নরূপ:
- শেরপুর সদর থানা: মো. হাসনাত জামান
- ঝিনাইগাতি থানা: মো. নাজমূল হাসান
- নকলা থানা: খন্দকার শাকের আহমেদ
- শ্রীবরদী থানা: মোহাম্মদ নুরল আলম
- নালিতাবাড়ী থানা: মোহাম্মদ আশরাফুজ্জামান
এই নতুন পদ্ধতি থানার কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াবে। কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরের নির্দেশনায়, জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গঠনের অংশ হিসেবে এই লটারি ব্যবস্থা চালু করা হয়েছে।
নির্বাচিত ওসিরা শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং থানার কার্যক্রমে নতুন গতি আনবেন বলে আশা করা হচ্ছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন