জামালপুরের পাঁচ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক \ 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ ২৪ ডিসেম্বর বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে সংশ্লিষ্ট প্রার্থীদের মাঝে চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের কল্পনা ও জল্পনার অবসান ঘটে এবং জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। 
চূড়ান্ত ঘোষণায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত দলীয় প্রার্থী হয়েছেন। জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান মাহমুদ বাবু। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। একইভাবে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-৫ (সদর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন দলীয় মনোনয়ন লাভ করেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৩ নভেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব প্রাথমিক মনোনয়ন হিসেবে এই পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জামালপুর জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)