শেরপুরে জেলা প্রশাসক টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর জমকালো উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
খেলাধুলার মাধ্যমে তারুণ্যকে উজ্জীবিত ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে শেরপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, শেরপুর সেনা কনটিজেন্ট ক্যাম্প কমান্ডার মোঃ তারেক আজিজ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
টুর্নামেন্টের আয়োজনে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর এবং সহযোগিতায় উত্তরা স্পেশালাইজড হাসপাতাল ও বৈশাখী প্লাজা, সজবরখিলা, শেরপুর।
খেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির শেরপুর জেলা কাউন্সিলর ফরিদ আহমেদ লুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকার, ক্রীড়া সংস্থার সদস্য জিন্নাত আলীসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টে জেলার মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্রীবরদী উপজেলা বনাম ঝিনাইগাতী উপজেলা দল।
দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের শুরুতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)