শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শহরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সিসিটিভি ক্যামেরা চালুর ফলে শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত ও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুরের মূল শহর ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌরসভার নিজস্ব অর্থায়নে এবং সদর থানার সহযোগিতায় মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা চালুর ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়ে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
সিসিটিভি কার্যক্রম চালুর মাধ্যমে শেরপুর পৌরসভা একটি নিরাপদ ও নজরদারির আওতাভুক্ত শহর হিসেবে নতুন পরিচয়ে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন