শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান আরও ৪ ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা, স্থায়ীভাবে বন্ধের নির্দেশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলায় পরিবেশ বিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় শ্রীবরদী উপজেলায় আরও ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লাখ টাকা জরিমানা আরোপসহ সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু এবং মো. মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে শ্রীবরদী উপজেলার পূর্বখরিয়া এলাকার মেসার্স মদিনা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, দহেরপাড় এলাকার মেসার্স শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ টাকা, খোশালপুর এলাকার মেসার্স একতা ব্রিকসকে ৩ লাখ টাকা এবং খোশালপুর বলদিয়ারচর এলাকার মেসার্স মনিরা ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটার সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এ নিয়ে চলতি অভিযানে জেলায় মোট ২৬টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এর আগে একই দিনে শেরপুর সদর উপজেলায় পরিচালিত অভিযানে ৭টি ইটভাটাকে প্রতিটিকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয় এবং সেখানেও কাঁচা ইট ধ্বংস করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করায় আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)