শেরপুর সদরে পাখি শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা সদরে পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ ডিসেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় দেখা যায়, এক ব্যক্তি ফাঁদ পেতে পাখি শিকার করছিল। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারটি পাখি ধরার ফাঁদ ও দুটি শালিক উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি আনসার (৩০), শেখহাটি, শেরপুর সদর, শেরপুর। পাখি শিকারের দায়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত জনসাধারণকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)