![]() |
| \ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
আমাদের সাংবাদিকরা মাঠে ঘুরেছেন, ধুলায় মিশেছেন, ভিজেছেন বৃষ্টিতে কখনো ঝুঁকি নিয়েছেন জীবনের কিন্তু থেমে যাননি। কারণ আমরা জানি, সংবাদ মানে শুধু ঘটনা নয় সংবাদ মানে সত্য, ন্যায় ও মানবতার সেবা। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে; একজন কৃষকের হাসি থেকে শুরু করে এক মায়ের কান্না সব গল্পই আমাদের কাছে সংবাদ হয়ে উঠেছে।
পেছনে তাকালে দেখি— আমরা কখনো ভুল করেছি, কখনো শিখেছি, কখনো হারিয়েছি কিন্তু কখনো হাল ছাড়িনি। সমালোচনাকে করেছি পথের দিশা, প্রশংসাকে করেছি প্রেরণা। আমাদের সাফল্যের সবচেয়ে বড় অংশীদার সেই পাঠক, যিনি প্রতিদিন সকালে আমাদের পত্রিকার পাতা উল্টে সত্য খোঁজেন; আর সেই বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী, যাদের সমর্থন ছাড়া কোনো পত্রিকা বাঁচে না। সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমাদের মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রতি, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে আনেন অসংখ্য অচেনা মুখ, যাদের শ্রমের ফসলেই আজ “দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন” এই জায়গায় পৌঁছেছে। এই দীর্ঘ সময়ের পথচলায় আমরা দেখেছি সংবাদপত্রের জগতে ব্যাপক পরিবর্তন ডিজিটাল বিপ্লব, অনলাইন প্রতিযোগিতা, ভুয়া তথ্যের বিস্তার, পাঠকের অভ্যাসের পরিবর্তন। তবু আমরা বিশ্বাস করি যতদিন সত্য থাকবে, ততদিন প্রকৃত সাংবাদিকতার প্রয়োজন থাকবে। আমরা প্রযুক্তির ব্যবহার করব, পরিবর্তনের সঙ্গে তাল মেলাব কিন্তু আমাদের মূল চেতনা অটুট থাকবে: “সত্য, সততা ও সমাজের কল্যাণ।” “দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন” শুধু একটি পত্রিকা নয় এটি একটি দায়বদ্ধতার নাম, একটি সামাজিক আন্দোলনের নাম। এখানে প্রতিটি রিপোর্ট, প্রতিটি শিরোনাম, প্রতিটি সম্পাদনা একটি দায়িত্বের প্রতিফলন। আমরা চেষ্টা করি, সংবাদ যেন কেবল তথ্য না হয়ে ওঠে বরং পরিবর্তনের হাতিয়ার হয়। যেখানে দরিদ্রের কথা থাকবে, অন্যায়ের প্রতিবাদ থাকবে, উন্নয়নের স্বপ্ন থাকবে আর থাকবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
আমরা চাই, তরুণ প্রজন্ম সাংবাদিকতায় আগ্রহী হোক, তারা শিখুক সাহস ও সততার মূল্য কারণ সাংবাদিকতা পেশা নয় এটি এক নৈতিক দায়িত্ব, এক জীবনবোধ। আমরা ভবিষ্যতের প্রজন্মের কাছে রেখে যেতে চাই এমন এক উত্তরাধিকার, যেখানে সংবাদ মানেই আস্থা, সত্য মানেই সাহস, আর সাংবাদিকতা মানেই সমাজের উন্নয়ন।
এই তেরোতম বর্ষে পদার্পণে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল পাঠক, সাংবাদিক, কলামিস্ট, সহযোগী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে যারা দিনশেষে আমাদের পাশে ছিলেন, আস্থা রেখেছেন, সমালোচনাও করেছেন কিন্তু আমাদের সঙ্গে থেকেছেন সত্যের পথে। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি।
আজ আমরা নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চাই আরও দায়বদ্ধ সাংবাদিকতার পথে, আরও মানবিক সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি “দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন” সত্যের পক্ষে, মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবে যত প্রতিকূলতাই আসুক না কেন। ১২ বছর পেরিয়ে, ১৩তম বছরের পদার্পণে আমরা আবারও উচ্চারণ করছি সত্যের পথে আমাদের যাত্রা অবিরাম, প্রতিদিন, নির্ভয়ে।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।

.jpg)
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন