শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ০৭ ডিসেম্বর ২০২৫ (রবিবার) শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন, শেরপুর ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে গ্রিন স্কুল ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মনে সবুজ মানসিকতা গড়ে তোলা এবং টেকসই ভবিষ্যতের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন বিশেষ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা জানান।
সমগ্র আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তাভাবনা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা যোগাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)