অবৈধ সংযোগে গ্যাস সংকট, দুর্বিষহ জীবন শেরপুর পৌরবাসীর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বৈধ গ্রাহকরা। নিয়মিত বিল পরিশোধ করেও দিনের পর দিন গ্যাস না পাওয়ার অভিযোগ উঠেছে তিতাস গ্যাসের গ্রাহকদের পক্ষ থেকে। টানা পাঁচ বছর ধরে এই সমস্যায় জর্জরিত পৌরবাসী অবশেষে ক্ষোভে ফেটে পড়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের অভিযোগ, আবাসিক এলাকাগুলোতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় বৈধ লাইনে পর্যাপ্ত চাপ থাকছে না। ফলে নিয়মিত গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
পৌর এলাকার বিভিন্ন মহল্লায় খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে সকাল হলেই গ্যাসের চুলা নিভে যায়। বিশেষ করে সকালবেলা একেবারেই গ্যাস থাকে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবী মানুষ ও শিক্ষার্থীদের পরিবার। নাস্তা তৈরি থেকে শুরু করে দৈনন্দিন রান্নার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, যেসব বাসার সংযোগ বড় পাইপ লাইন থেকে নেওয়া, সেসব বাড়িতে কিছুটা গ্যাস পাওয়া গেলেও অধিকাংশ বাসায় চুলায় কেবল ‘টিপটিপ’ করে আগুন জ্বলে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের দেখা মেলে না। এতে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের দাবি, শেরপুরে গ্যাস সরবরাহ ব্যবস্থার তদারকি নেই বললেই চলে। অবৈধ সংযোগ শনাক্ত ও বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় বৈধ গ্রাহকদের দুর্ভোগ বাড়ছেই। একই সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আদৌ পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে কিনা, সেটিও প্রশ্নের মুখে পড়েছে।
বিক্ষোভকারীরা দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শেরপুর পৌরবাসীর দাবি একটাই—নিয়মিত বিলের বিনিময়ে নিয়মিত গ্যাস। নইলে এই দুর্বিষহ জীবনযাপন থেকে মুক্তি মিলবে না সাধারণ মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)