শেরপুরে গণতন্ত্রের লড়াইয়ে কারাবরণকারী নেতাকর্মীদের মিলনমেলা, ঝিনাইগাতীতে বিএনপির শক্তি প্রদর্শন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের সম্মানে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অনুষ্ঠিত হলো এক আবেগঘন মিলনমেলা। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে উপজেলা বিএনপির উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর স্মৃতিচারণ, আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এগিয়ে চলে দিনব্যাপী আয়োজন।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সীমাহীন ত্যাগ ও বেদনা বুকে ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।”
তিনি আরও বলেন, “যারা ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের শিকার হয়ে মামলা, নির্যাতন ও কারাবরণ সহ্য করেছেন, তারা ইতিহাসের সাহসী সৈনিক। আপনাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না। আজকের এই মিলনমেলা শুধু আনন্দের নয়, এটি আমাদের ঐক্য ও আন্দোলনের শক্তিকে নতুন করে শাণিত করার উপলক্ষ।”
সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা প্রমুখ।
আয়োজকরা জানান, গণতন্ত্র রক্ষার আন্দোলনে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের সম্মান জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়।
মিলনমেলায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কারাবরণকারী সাত শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ আন্দোলনের দিকনির্দেশনা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আবুল হোসেনের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)