আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। আজ ১১ জানুয়ারি দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সদর এসিল্যান্ড তানভীর হায়দার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ১নং কেন্দুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তানিয়া সুলতানা, ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলামসহ ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রচারণা দেখতে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটাররা উপস্থিত হন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন