আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গণভোট সম্পর্কে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল হাই সভাপতিত্ব করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম,উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, সহকারী নির্বাচন কর্মকর্তা আবীর হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান, বগারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিন খান মুসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলা, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন