শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান দুটি মাহেন্দ্র গাড়ি জব্দ, এক চালক আটক, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
রবিবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

অভিযান ও জব্দ
অভিযানকালে নালিশী স্থান থেকে অবৈধভাবে বালু বহনকালে দুটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। এর মধ্যে একটি গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও অপর গাড়ির চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়
সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন–২০২৩) এর আওতায় আটক চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বালু জিম্মা প্রদান
জব্দকৃত অবৈধ বালু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)