শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর জমকালো সমাপনী, ঝিনাইগাতী চ্যাম্পিয়ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি.) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এবং শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের আয়োজনে এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতাল, বৈশাখী প্লাজা ও সজবরখিলা, শেরপুরের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে।
সমাপনী খেলায় ঝিনাইগাতী দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এক্টিভ বয়েস দল রানার্স আপ হওয়ার সম্মান লাভ করে।
পুরো টুর্নামেন্টের ক্রিকেট খেলার সার্বিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু। এছাড়াও অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সদস্য জিন্নাত আলীসহ অন্যান্য ক্রীড়া সংগঠক, কলাকৌশলী, খেলোয়াড় ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে শেরপুরে ক্রীড়াচর্চা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)