আদালতের নির্দেশে মনোনয়নপত্র জমা: শেরপুর-২ আসনে আলোচিত প্রার্থী আব্দুল্লাহর প্রত্যাবর্তন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে শেরপুর জেলার শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত আলোচিত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা। উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। মনোনয়ন জমা দিতে না পারায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল্লাহ বাদশা। তার সেই কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পরপরই তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি প্রদান করেন। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ বাদশা বলেন, “সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টের দ্বারস্থ হই। আদালতের অনুমোদন পেয়ে আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। আশা করছি দু-একদিনের মধ্যেই মনোনয়ন বৈধতার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। নতুন কোনো জটিলতা না হলে আমি ঈগল পাখি প্রতীক নিয়ে শেরপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেব, ইনশাআল্লাহ। সবার দোয়া কামনা করছি।”
এই ঘটনার মধ্য দিয়ে শেরপুর-২ আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)