শেরপুরে মনোনয়ন বৈধ হয়েই স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাসুদ “নির্বাচন করছি আপনাদের জন্য, আল্লাহর ওপর ভরসা”

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না :
শেরপুর সদর-১ আসনে মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থিতা বৈধ ঘোষণার পরদিনই স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজে অংশ নিয়ে জনসম্পৃক্ততার বার্তা দিলেন বিএনপির বিদ্রোহী এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি একাত্মতা প্রকাশ করেন।
স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজ উদ্বোধনকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “সর্বোচ্চ ফয়সালাকারী আল্লাহ তায়ালা। আমি তাঁর ওপরই ভরসা করছি। এরপর আপনারা—আমি নির্বাচন করছি আপনাদের জন্যই। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, জেল খেটেছি। আমার রাজনীতির বয়স ৩১ বছর। এই মুহূর্তে আপনাদের ছেড়ে যেতে চাই না, আপনাদের সঙ্গে কোনো বেইমানি করতে চাই না। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে—বহিষ্কার হোক বা না হোক, আমি নিজেই আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচন করছি।”
এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন, “আপনাদের সমর্থনই আমার শক্তি।”
প্রার্থিতা বৈধ ঘোষণার বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মনোনয়ন বৈধতা পেয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আগামীতে জয়ী হয়ে আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে একজন সাথী হতে চাই।”
এলাকাবাসী জানান, মনোনয়ন বৈধ হওয়ার পরদিনই স্বেচ্ছাশ্রমে উন্নয়ন কাজে অংশগ্রহণ করে মাসুদ প্রমাণ করেছেন—তিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকতে চান। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা গেছে।
শেরপুর সদর-১ আসনে প্রার্থিতা বৈধ হওয়ার পর শফিকুল ইসলাম মাসুদের এমন জনসম্পৃক্ত কর্মসূচিকে নির্বাচনী মাঠে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)