গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ||
গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শান্তি প্রার্থনায় শেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেরপুর শহর বিএনপি আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে জেলা আদালতের বিজ্ঞ পিপি ও শহর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাফর।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অম্লান সংগ্রামী জীবনের ওপর স্মৃতিকথা ও মন্তব্য তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রকে যে উপাদানগুলো দিয়ে সমৃদ্ধ করেছেন, তা সারাবিশ্বে একটি অনন্য রাজনৈতিক দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর নির্দেশিত পথ অনুসরণ করেই বিএনপি আগামীতে দেশকে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতায় অগ্রসর রাখবে বলে বক্তারা মনে করেন।
অনুষ্ঠানে শেরপুর ১ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীෂ প্রতীকের মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
দোয়া শেষে উপস্থিত সবাই একত্রে মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)