জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে, বিএনপি-ইসলামী আন্দোলন-জাতীয় পার্টিসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ ৩ জানুয়ারি শনিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ সিদ্ধান্ত জানান। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস. এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন- মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মীর সামছুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী (ইসলামী আন্দোলন), রুবেল মিয়া ও লিটন মিয়া (গণঅধিকার পরিষদ)।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তথ্য সঠিক থাকায় বিএনপি-ইসলামী আন্দোলনসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী বলেন, আমরা আগামী ৫ তারিখে আপলি করবো। আশা করি, আমরা আপিলের মাধ্যমে ন্যায় বিচার পাবো। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-৩ আসনে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন