জামালপুরে ছুরিকাঘাতে জিহাদ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম গহেরপাড়া গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার রাতে গহেরপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাদ মাগরিব জিহাদ তার চাচাতো ভাই ও বন্ধুদের নিয়ে গহেরপাড়া মসজিদের পাশে মুড়ি পার্টি’র আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে একই এলাকার কাশেম আলীর ছেলে মুন্না (২৫)সহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে সাঈদ নামে এক কিশোরের সঙ্গে মুন্নার কথাকাটাকাটি ও হাতাহাতির সূত্রপাত হয়।
এক পর্যায়ে মুন্না হঠাৎ জিহাদকে পেছন থেকে ছুরিকাঘাত করে। জিহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন