শেরপুরে পিআইবি’র উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আইনগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে শেরপুর ও জামালপুর জেলার সাংবাদিকদের অংশগ্রহণে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। এতে শেরপুর ও জামালপুরে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। তারা নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব, পেশাগত নৈতিকতা, আইনি সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরী সভাপতি রফিক মজিদ। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে তার সাংবিধানিক ভূমিকা যথাযথভাবে পালন করতে হবে।
তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাংবাদিকদের পেশাগতভাবে দক্ষ ও আইন বিষয়ে সচেতন করা প্রয়োজন, আর সেই লক্ষ্যেই পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন শুক্রবার সমাপনী অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)