বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.শাহরিয়ার মাহমুদ আরমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল,তথ্য আপা প্রকল্পের তাসলিমা বেগম, খামারি শফিকুল ইসলাম, শাহিন খান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য খামারিদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি সহায়তা কাজে লাগানোর আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৪টি ক্যাটাগরির ১৪ জন সফল খামারি ও উদ্যোক্তার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)