শিশুদের কণ্ঠকে সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে শেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু অধিকার ও শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। “শিশুর চোখে, শিশুর গল্প” শিরোনামে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৭ জানুয়ারি) সকালে।
শেরপুর শহরের নিউমার্কেট এলাকার হোটেল আলিশানের হলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে পরিচালিত ‘হ্যালো বিডিনিউজ’ প্ল্যাটফর্মের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন হ্যালো বিডিনিউজের শেরপুর জেলা কো-অর্ডিনেটর আব্দুর রহিম বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মাসুদ হাসান বাদল।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো বিডিনিউজ’-এর কো-অর্ডিনেটর মনির হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজের নানা অসংগতি, বৈষম্য ও শিশু নির্যাতনের বিষয়গুলো সাহসের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। তারা বলেন, শিশু সাংবাদিকতার মাধ্যমে শিশুদের ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা সম্ভব।
এই প্রশিক্ষণে শেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন