শেরপুরে মাদকবিরোধী শপথে অঙ্গীকারবদ্ধ হলো তারুণ্য

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এবং ‘মাদক পরিহার করি, নিজে বাঁচি, আগামী প্রজন্মকে বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ তরুণদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শেরপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট লিডার নুমান আহমেদ, জনউদ্যোগ যুব ফোরামের আহ্বায়ক শুভংকর সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, দেশে মাদকাসক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা বাড়াতে হবে। তিনি ২০২৬ সালকে শেরপুর জেলার জন্য ‘খেলাধুলার বছর’ হিসেবে ঘোষণা করে এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে হিল্লোল সরকার বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু সেই তরুণরা যদি মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ে, তাহলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, এক সময় খেলাধুলা, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের ব্যস্ত রাখত। এসব সুযোগ কমে যাওয়ায় মাদকের প্রতি ঝুঁকছে যুব সমাজ। তরুণদের রক্ষায় সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শপথ অনুষ্ঠানে শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাদকাসক্তি একটি সর্বগ্রাসী সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের করাল গ্রাসে তরুণ সমাজ আজ বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তিনি তরুণদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ-তরুণী, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)