বকশীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের ছবি ভাইরাল, ছাত্রদল নেতাকে শোকজ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

 

রাশেদুল ইসলাম রনি ।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রদলের আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে থেকে জোবায়দুল ইসলাম শামীম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।নোটিশে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় জোবায়দুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। বর্তমানে ওই নারী ও তাঁর তিন বছর বয়সী শিশুসন্তান জোবায়দুলের বাসায় অবস্থান করছেন বলেও জানা গেছে। ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল এই শোকজ নোটিশ প্রদান করে।এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন,সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম জানান জেলা ছাত্রদল আমাকে ৪৮ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশের জবাব চেয়েছেন। আমি সশরীরে হাজীর হয়ে কারন ব্যাখ্যা করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)