গাঁদা ফুলে টাকায় গাঁথা ভালোবাসা: শেরপুরে শফিকুল ইসলাম মাসুদকে ব্যতিক্রমী সংবর্ধনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. শফিকুল ইসলাম মাসুদকে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডবাসী। গাঁদা ফুলের মালার সঙ্গে গেঁথে দেওয়া ৫০ হাজার টাকার মাধ্যমে তাঁকে বরণ করে নিয়ে ভালোবাসা ও সহায়তার অনন্য বহিঃপ্রকাশ ঘটানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর পৌরসভার চক পাঠক এলাকায় তাঁর নিজ বাসভবনে স্থাপিত নির্বাচন পরিচালনা অফিসে এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। শেরপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এলাকাবাসী সম্মিলিতভাবে এই ফুলের মালা পরিয়ে দেন।
সংবর্ধনার সময় এলাকাবাসী বলেন, “গাঁদা ফুলের সঙ্গে গাঁথা এই ভালোবাসা আমাদের আস্থা ও সমর্থনের প্রতীক। জননেতা শফিকুল ইসলাম মাসুদ সাধারণ মানুষের পাশে থাকা একজন পরীক্ষিত নেতা।”
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই মালা শুধু ফুল নয়, এটি আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এই ভালোবাসা আমাকে মানুষের জন্য আরও বেশি কাজ করতে শক্তি যোগাবে।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে শেরপুর সদর-১ আসনকে সৎ নেতৃত্ব, উন্নয়ন ও জনকল্যাণের মডেল হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গাঁদা ফুলে গাঁথা ভালোবাসার এই ব্যতিক্রমী আয়োজন নির্বাচন পরিচালনা অফিস প্রাঙ্গণকে করে তোলে উৎসবমুখর ও আবেগঘন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)