শেরপুরে শীতার্তদের পাশে চেম্বার অব কমার্স: বিতরণ হলো ৫ শতাধিক কম্বল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
সীমান্তবর্তী জেলা শেরপুরে তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর চেম্বার অব কমার্স। সংস্থাটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শেরপুর শহরে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আবু হানিফ, প্রচার সম্পাদক এবং শেরপুর জেলা টাইলস ও স্যানেটারি সমিতির সদস্য জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব আরিফ হোসেন বলেন, “শীতের কষ্ট সবার জন্য এক রকম নয়। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)