শেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় বাদ জোহর শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও শেরপুর জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি আলহাজ্ব খন্দকার মাহবুবুল আলম রকীব।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আলহাজ্ব এম কে মুরাদ এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট মো. আতাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ও বিজ্ঞ পিপি এডভোকেট আব্দুল মান্নান, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আশরাফুন্নাহার রুবী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার নেতৃত্বেই বিএনপি বারবার জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে।”
তিনি আরও বলেন, “এই দেশনেত্রীর মৃত্যু শুধু একটি দলের নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”
শেরপুর জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আলহাজ্ব এম কে মুরাদ তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”
তিনি আরও বলেন, “আইনজীবী সমাজসহ দেশের সব গণতান্ত্রিক শক্তির উচিত তাঁর আদর্শকে ধারণ করে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়া।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)