শেরপুর পৌরসভায় শুরু হলো কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর পৌরসভার উদ্যোগে ইউজিআইএপি বাস্তবায়নের অংশ হিসেবে পিআরএপি প্রকল্পের আওতায় কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে শেরপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়ক হবে।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যোগদান কৃত পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, পৌর পানি শাখার সহকারী প্রকৌশলী রেজাউল করিম রাজা, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, ফ্রিল্যান্সিং প্রশিক্ষক মো. মিনহাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)